কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি

1 month ago 26

দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথার বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেননি আদালত। 

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। এ সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক।

২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটিই তার দশম আদালতে উপস্থিতি। গত ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এগুলো হলো কেস ১০০০, কেস ২০০০ এবং কেস ৪০০০। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা ও আস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন।

নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে।
 

Read Entire Article