কাতারে ইসরায়েলি হামলায় এবার প্রতিক্রিয়া জানাল ভারত 

4 hours ago 4

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।  

ওই ফোনালাপে নরেন্দ্র মোদি দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। এক্স পোস্টে মোদি বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে ভারত। 

মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার পরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে কাতার মধ্যস্থতার দায়িত্ব পালন করায় মোদি এর প্রশংসা করেন।

কাতারের প্রতি সংহতি জানানোয় শেখ তামিম নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া দুই নেতা কাতার ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারত সফরে আসেন। নয়াদিল্লিতে এটি ছিল তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। 

Read Entire Article