কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

জাতীয় দলে বা বড় ইভেন্টে খেলতে তারকা খেলোয়াড়রা অনেক ধরনের সিদ্ধান্ত নেন। তবে ভারতের শটগান শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন। একেবারে দেশ বদলে ফেললেন তিনি। ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন অঙ্গদ। নাম লেখালেন উত্তর আমেরিকার বৃহৎ দেশ কানাডার জাতীয়তায়। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে লড়াই করতে দেখা যাবে এই চ্যাম্পিয়নকে। চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। এই দুই ইভেন্টে অঙ্গদের গায়ে থাকবে কানাডার জার্সি। গত মাসে নয়াদিল্লির ড. করনি সিং শুটিং রেঞ্জে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন বাজওয়া। সেখানে পুরুষদের স্কিট ইভেন্টে তিনি চতুর্থ হন। এরপরই তার জাতীয়তা বদলের বিষয়টি সামনে আসে। জাতীয়তা পরিবর্তনের কথা কথা অঙ্গদ নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অঙ্গদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, কানাডার জাতীয় দলের জার্সির ছবি পোস্ট করে একটি ছবি। এভাবেই ভারতকে বিদায় জানিয়েছেন তিনি। অঙ্গদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। পরিবার কানাডায় থাকে। সেখানে বাবার হাসপাতাল রয়েছে। বয়স হওয়ায় একা ব্যবসা সামলাতে সমস্যা

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

জাতীয় দলে বা বড় ইভেন্টে খেলতে তারকা খেলোয়াড়রা অনেক ধরনের সিদ্ধান্ত নেন। তবে ভারতের শটগান শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন। একেবারে দেশ বদলে ফেললেন তিনি। ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন অঙ্গদ। নাম লেখালেন উত্তর আমেরিকার বৃহৎ দেশ কানাডার জাতীয়তায়। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে লড়াই করতে দেখা যাবে এই চ্যাম্পিয়নকে।

চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। এই দুই ইভেন্টে অঙ্গদের গায়ে থাকবে কানাডার জার্সি।

গত মাসে নয়াদিল্লির ড. করনি সিং শুটিং রেঞ্জে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন বাজওয়া। সেখানে পুরুষদের স্কিট ইভেন্টে তিনি চতুর্থ হন। এরপরই তার জাতীয়তা বদলের বিষয়টি সামনে আসে।

জাতীয়তা পরিবর্তনের কথা কথা অঙ্গদ নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অঙ্গদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, কানাডার জাতীয় দলের জার্সির ছবি পোস্ট করে একটি ছবি। এভাবেই ভারতকে বিদায় জানিয়েছেন তিনি।

অঙ্গদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। পরিবার কানাডায় থাকে। সেখানে বাবার হাসপাতাল রয়েছে। বয়স হওয়ায় একা ব্যবসা সামলাতে সমস্যা হচ্ছে তার। বাবাকে সহায়তা করতেই নাকি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত অঙ্গদের।

ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা রইল না অঙ্গদের। এনআরএআই-এর সাধারণ সম্পাদক পবন সিংহ বলেছেন, ‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিলেস। তিনি কোন দেশের হয়ে খেলবে, সেটা তার সিদ্ধান্ত। আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। তবে তার মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিতভাবে বড় ক্ষতি। কিন্তু তাকে আটকানোর কোনো উপায় আমাদের নেই।’

ভারতের অন্যতম সেরা শটগান শুটার অঙ্গদ। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

৩০ বছর বয়সি এ শুটার টোকিও অলিম্পিক ২০২০-এ ভারতের হয়ে খেলেছিলেন। তিনি স্কিট শুটিংয়ে দুবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয়তা বদলের জন্য তিনি ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন। সংস্থাটি তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে।

২০১৩ সালে প্রতিযোগিতামূলক শুটিং শুরু করেন বাজওয়া। ২০১৫ সালে কুয়েত সিটিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে তিনি স্বর্ণ জেতেন। দলগত ইভেন্টেও শিরোপা জিতেছিলেন। সঙ্গী ছিলেন অনন্তজিত সিং নারুকা ও অর্জুন সিং মান।

২০১৮ সালে কুয়েত সিটিতেই এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে তার স্কোর ছিল নিখুঁত ৬০/৬০। এটি তখন ছিল নতুন রেকর্ড। একই সঙ্গে এটি ছিল স্কিট শুটিংয়ে ভারতের প্রথম মহাদেশীয় স্বর্ণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow