কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

4 hours ago 4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে অনুষ্ঠানস্থলে দলে দলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা। এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

কথা হয় নওগাঁ থেকে আসা তবিবুর হাসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, অনেকদিন পর একটি স্বাধীন ছাত্র সংগঠনে যুক্ত হয়েছি। কোনো জোর জবরদস্তি নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব ছিলেন, তাদের নেতৃত্বে রাজনীতি করাটা অনেক সৌভাগ্যের।

কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ফেনী থেকে আগত আজিজুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন দল সবসময় দেশের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে থাকবে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার। তবে ঠিক কোন শহীদের পারিবার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

সূত্র জানিয়েছেন, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন।

আরেক সূত্র জানিয়েছে, নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।

আরএএস/কেএসআর/এএসএম

Read Entire Article