বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে প্রকাশ্য সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়লেন তার মা নীলা চৌধুরী। আবেগঘন কথোপকথনে তিনি বিচার চাইবার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই। আমার চরিত্র হনন করা হয়েছে, তার চেয়ে আমাকেও মেরে ফেলা ভালো হতো, আমাকে রাস্তাঘাটে মেরে ফেলতো— এটাই ভালো ছিল।’ এরপরই তিনি কেঁদে ফেলেন এবং কিছুক্ষণের জন্য সাক্ষাৎকারটি ভেঙে পড়ে।
নীলা চৌধুরী সাক্ষাৎকারে নির্বিঘ্নভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন। তিনি বলেন, ‘এখন আর কোনো স্কোপ নেই, আমার ছেলের বিষয়ে তো আদালত রায় দিয়েছে, এটা হত্যা। এখন তাদের শাস্তি দিতে হবে।” তিনি আরও জানান, আসামিরা যদি পালিয়ে যায় তবুও তাদের অনুপস্থিতিতে বিচার হবে এবং তারা সারাজীবন দোষী বলে খ্যাত থাকবে— “তারা সারাজীবন ভুগবে। তারা আসামি বলে খ্যাত হবে।’
তিনি আরও বলেন, আজ সারা বিশ্বের প্রবাসী বাঙালিরা ন্যায়বিচারের জন্য তার পাশে রয়েছেন। ‘সারা বিশ্ব থেকে ফোন আসছে— কুয়েত, কাতার, দুবাই, ফ্রান্স— সবখান থেকে আমাকে ফোন করে বলছে আছি আপনার সঙ্গে।’ নীলা উদ্দীপ্ত কণ্ঠে আরও বলেন, ‘আমার ছেলে নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছে। আদালত স্পষ্ট করে পড়েছে— রায়ে প্রমাণিত হয়েছে তিনি খুন হয়েছেন।’
এক অনুভূতিপ্রবণ অংশে নীলা বলেন, ‘আমি ২৯ বছর ধরে ছেলের জন্য তাহাজ্জুত পড়ে দোয়া করছি, আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন। প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে তাকে খুন করা হয়েছে— আমার ছেলে বেহেশতে যাবে।’ তিনি জানান, নিজের বিশ্বাসে সালমানকে সসম্মানে বিদায় দেওয়া হবে ‘আমাকে যদি সালমান মা না ডাকতো, তাহলে সামিরা আমাকে আম্মা ডাকে কিভাবে?’
নীলা চৌধুরীর এই আবেগঘন মন্তব্য এবং দেশ-বিদেশ থেকে আসা সমর্থনের কথাগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বহু ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর সহানুভূতি প্রকাশ করেন। মামলার ফলাফল ও ন্যায়বিচারের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো আরও কার্যক্রম এবং আপিল-প্রক্রিয়ার সম্ভাব্যতা রয়ে গেছে— তবে সাক্ষাৎকারে নীলার বিশ্বাস এবং পরলোকগত শান্তিকে তিনি বারবার জোর দিয়ে ব্যক্ত করেছেন।

2 hours ago
3









English (US) ·