কাপ্তাই হ্রদে নৌচলাচলে নিষেধাজ্ঞা

2 months ago 7
রাঙামাটি কাপ্তাই হ্রদে সব প্রকার নৌচলাচলের ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের এ সিদ্ধান্ত এরই মধ্যে সবাইকে জানানো হয়েছে। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাপ্তাই হ্রদে পর্যটকবাহীসহ বিভিন্ন নৌযান চলতে দেখা গেলেও প্রশাসনের নিষেধাজ্ঞার পর পর্যটকবাহী নৌযানগুলো ঘাটে  ফিরতে শুরু করেছে।  এ ছাড়া রাঙামাটিতে পাহাড়ধসসহ প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 
Read Entire Article