কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

3 months ago 6

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের এ সিদ্ধান্ত ইতোমধ্যে সবাইকে অবহিত করা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা কথা জানালেও বৈরি আবহাওয়া উপেক্ষা করে হ্রদে পর্যটকবাহী বোটসহ বিভিন্ন নৌযান চলতে দেখা গেছে।

কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

অন্যদিকে সকালে রাঙ্গামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য গাছ কেটে সড়কে যানি চলাচল স্বাভাবিক করে। এছাড়া রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট মাটিধসের ঘটনা ঘটেছে। সেগুলো অপসারণ করেছে সড়ক বিভাগের কর্মীরা।

জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আরমান খান/আরএইচ/এএসএম

Read Entire Article