সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটি পার্বত্য জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং ইতিহাস-ঐতিহ্যেও ভরপুর। কাপ্তাই হ্রদের গভীরে আজও চাপা পড়ে আছে চাকমা রাজাদের শাসনকালের স্মৃতি। সেই স্মৃতির নাম ‘চাকমা রাজবাড়ি’।
এক সময় এই অঞ্চল ছিল চাকমা রাজাদের রাজ্য। বর্তমান কাপ্তাই হ্রদের জলে ডুবে যাওয়া বহু জনপদের মধ্যেই ছিল সেই চাকমা রাজবাড়ি। আধুনিক রাষ্ট্রব্যবস্থার সূচনার সঙ্গে সঙ্গে পাহাড়ের রাজ্য... বিস্তারিত