কাফের ও পাপাচারীরা যেমন হয়

3 months ago 61

সুরা কলম কোরআনের ৬৮তম সুরা, এর আয়াত সংখ্যা ৫২ এবং রুকু সংখ্যা ২। সুরা কলম মক্কায় অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাসের (রা.) মতে নাজিল হওয়ার দিক থেকে এটি দ্বিতীয় সুরা, সুরা আলাকের পরই সুরাটি নাজিল হয়। সুরাটির বিষয়বস্তু থেকেও বোঝা যায় যে, এ সুরাটি যে সময় নাযিল হয়েছিলো তখন মক্কা নগরীতে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) বিরোধিতা বেশ তীব্র হয়ে উঠেছিলো। তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছিলো।

সুরা কলমের আলোচ্যবিষয় নবিজির (সা.) নবুয়ত, তার উন্নত চরিত্র, মক্কার কিছু কাফেরদের মন্দ চরিত্র, রাসুলের (সা.) প্রতি অপবাদ, আখেরাতে মুমিন ও কাফেরদের পরিণতি ইত্যাদি।

সুরা কলমের ৮-১৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন,

(৮)
فَلا تُطِعِ الْمُكَذِّبِينَ
ফালা তুতি‘ইল মুকাযযিবীন।
অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।

(৯)
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
ওয়াদ্দূ লাও তুদহিনু ফাইউদহিনূন।
তারা কামনা করে, যদি তুমি আপোষকামী হও, তবে তারাও আপোষকারী হবে।

(১০)
وَلا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَهِينٍ
ওয়ালা তুতি’ কুল্লা হাল্লাফিম মাহীন।
এবং অনুসরণ করনা তার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত

(১১)
هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ
হাম্মা-ঝিম মাশশাইম বিনামীম।
যে পেছনে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়

(১২)
مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
মান্নাইল লিলখাইরি মু‘তাদিন আসীম।
যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

(১৩)
عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ
উতুলিলম বা‘দা যালিকা ঝানীম।
রূঢ় স্বভাব, তদুপরি কুখ্যাত;

(১৪)
أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
আন কানা যা মালিওঁ ওয়া বানীন।
এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।

(১৫)
إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
ইযা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরুল আওওয়ালীন।
যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র।

(১৬)
سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ
সানাসিমুহূ আলাল খুরতূম।
আমি তার নাকের ওপর দাগ দিয়ে দেব। (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই:

১. কথায় কথায় শপথ করা, শপথ করার পর শপথের মর্যাদা রক্ষা না করা গর্হিত স্বভাব। এই স্বভাবের কারণে মানুষ লাঞ্চিত ও অপদস্ত হয়।

২. পেছনে সমালোচনা করা, একজনের কথা অন্যজনের কাছে লাগানো, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা, রূঢ়তা, কৃপণতা কাফের ও পাপাচারীদের বৈশিষ্ট্য।

৩. সম্পদ ও সন্তান আল্লাহর দুনিয়াবি নেয়ামত। শুকরিয়া আদায় করলে এই নেয়ামত যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে, অনেক সময় এই নেয়ামত হয় মানুষের অবাধ্য ও উদ্ধত হওয়ার কারণ।

৪. আল্লাহর বাণীকে যারা মিথ্যা মনে করে, কল্পকাহিনী বলে, আখেরাতে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে।

ওএফএফ/এমএস

Read Entire Article