কাবা শরিফের চাবিরক্ষক ড. সালেহ আর নেই

3 months ago 33

কাবা শরিফের চাবিরক্ষক ড. সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফায়েড পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’-এ এ তথ্য জানানো হয়। শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

মসজিদুল হারামে জানাজার পর তাকে মক্কার আল মুআল্লা কবরস্থানে সমাহিত করা হবে। তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান শোক জানিয়েছেন।

নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মক্কা বিজয়ের পর থেকে পবিত্র কাবার ১০৯তম অভিভাবক বা চাবিরক্ষক ড. সালেহ আল শাইবা। তিনি হজরত ওসমান ইবনে তালহার (রা.) বংশধর।

ইসলামপূর্ব জাহেলি যুগ থেকেই পবিত্র কাবার চাবি থাকতো শাইবা গোত্রের কাছে। মক্কা বিজয়ের দিন আল্লাহর নির্দেশে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শাইবা গোত্রের ওসমান ইবনে তালহার (রা.) কাছেই চাবি সংরক্ষণের ভার ন্যস্ত করেন এবং বলেন, ‘এখন থেকে এ চাবি আপনাদের হাতেই থাকবে; জালিম ছাড়া আপনাদের হাত থেকে এ চাবি কেউ নেবে না।’

ওএফএফ/এএসএম

Read Entire Article