বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি সাবেক আইজিপি মো. ময়নুল ইসলামের পরিবর্তে বর্তমান আইজিপি বাহারুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর অন্য ৮ ফেডারেশনের সাথে কাবাডি ফেডারেশনের কমিটি ভেঙ্গে ময়নুল ইসলামকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি গঠণ করা হয়েছিল।
২০ নভেম্বর ময়নুল ইসলামকে সরিয়ে বাহারুল আলমকে সরিয়ে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় বাহারুল আলমকে।
অনেক বছর ধরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি নিয়োগ দিয়ে আসছে সরকার। সেই হিসেবে এই পরিবর্তন অনুমেয়ই ছিল।
দেশের অন্যতম প্রধান এই ফেডারেশনের নতুন সভাপতি এমন একদিনে নিয়োগ দেওয়া হলো যেদিন জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের দুর্নীতি তদন্তের জন্য গঠন করেছে কমিটি।
আরআই/আইএইচএস