কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

2 months ago 8

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে।

নিহত দুইজনের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি ওসি সাজ্জাদ হোসেন। বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে জেনে জানাতে হবে বলে জানান তিনি।

কেআর/কেএসআর/এমএস

Read Entire Article