কায়রোর টেলিকম ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

2 months ago 8

মিশরের রাজধানী কায়রোর রামসিস টেলিফোন সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিকম ইজিপ্টের ওই ভবনে আগুন লাগার ফলে রাজধানীজুড়ে ইন্টারনেট ও টেলিফোন সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে। রাষ্ট্রীয় টিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মিশরের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আমর তালাত মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানান, ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে সব সেবা পুনরায় চালু করা হবে।

jagonews24

ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানায়, আগুনের পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র ৬২ শতাংশে নেমে আসে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই আগুনের ফলে রাজধানীর অনেক এলাকায় ফোনকল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

ফোনকল ছাড়াও ডিজিটাল ব্যাংকিং সেবা, যেমন ক্রেডিট কার্ড, এটিএম মেশিন এবং অনলাইন লেনদেনেও প্রভাব পড়ে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাংক সূত্র ও বাসিন্দারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাফফার জানান, অধিকাংশ আহত ব্যক্তি ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

jagonews24

আগুন পুরো ভবনে ও পাশের ছাদগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এমআইএইচএস/

Read Entire Article