কার প্রেমে মজলেন নোরা?

শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ যেন নিত্য দিনের ঘটনা। কান পাতলেই শোনা যায় এসব গুঞ্জন। সে তালিকা থেকে বাদ গেলেন না জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহিও। সম্প্রতি এক তারকা ফুটবলারের সঙ্গে নাম জড়িয়েছে এ সুন্দরীর। এখন প্রশ্ন ঠিক কার প্রেমে মজেছেন নোরা? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে এই চর্চা। সম্প্রতি ‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ এর ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটি। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার মরক্কোতে তাদের উপস্থিতি সেই জল্পনাকে যেন আরো উসকে দিয়েছে। দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান। কারণ এ অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী।  তবে কে সেই রহস্যময় ফুটবলার, তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিস

কার প্রেমে মজলেন নোরা?
শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ যেন নিত্য দিনের ঘটনা। কান পাতলেই শোনা যায় এসব গুঞ্জন। সে তালিকা থেকে বাদ গেলেন না জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহিও। সম্প্রতি এক তারকা ফুটবলারের সঙ্গে নাম জড়িয়েছে এ সুন্দরীর। এখন প্রশ্ন ঠিক কার প্রেমে মজেছেন নোরা? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে এই চর্চা। সম্প্রতি ‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ এর ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটি। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার মরক্কোতে তাদের উপস্থিতি সেই জল্পনাকে যেন আরো উসকে দিয়েছে। দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান। কারণ এ অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী।  তবে কে সেই রহস্যময় ফুটবলার, তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার, সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে। আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে। সোশ্যাল মিডিয়ায় নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে।  ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, ‘খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’ এই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন একটাই, নোরা ফাতেহির হৃদয়জুড়ে ঠিক কোন ফুটবল তারকা? এদিকে এ বছরে সবশেষ নোরা ফাতেহিকে দেখা যায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত  ‘উফ ইয়ে সিয়াপা’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জি.অশোক। এ ছবিতে নোরার পাশাপাশি অভিনয় করেছেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow