কার সঙ্গে বাগদান সারলেন হুমা!

21 hours ago 4

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বরাবরই ব্যক্তিগত জীবনে চুপচাপ থাকেন। তবে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, তিনি অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি জানা গেছে, কথিত এই প্রেমিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে হুমার ঘনিষ্ঠজন জানিয়েছেন, ‘হুমা তার দীর্ঘদিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।’

তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল গায়িকা আকাসা সিংয়ের একটি পোস্টের মাধ্যমে। আকাসা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।’ এরপর সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে একসঙ্গে হাজির হন হুমা ও রচিত। গোলাপি পোশাকে তাদের রসায়ন চোখে পড়ার মতো ছিল। সম্প্রতি রচিতের ঘনিষ্ঠজনের জন্মদিন উদযাপনের সময় আবারও একসঙ্গে দেখা গেছে।

তবে এই বাগদান নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি হুমা বা রচিত।

রচিত সিং একজন পরিচিত অভিনয় প্রশিক্ষক, যার প্রতিষ্ঠিত ‘রচিত সিং ওয়ার্কশপ’ থেকে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালিত হয়েছে। গুলশন দেবাইয়া, কুণাল কাপুর, পূজা হেগডে, ভিকি কৌশল, অনুশকা শর্মা, রণবীর সিং, বরুণ ধাওয়ানসহ অনেক তারকা তার প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এর আগে হুমা দীর্ঘ ৩ বছর পরিচালক-প্রযোজক মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এখন ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই বলিউড অভিনেত্রীর।

Read Entire Article