পুজোয় নানা ব্যস্ততার মধ্যে থাকলেও তিনবেলা খাবার বানানো, ভোগের ব্যবস্থা করাসহ নানারকম কাজে ব্যস্ত থাকতে হয় সবাইকেই। ব্যস্ততার কথা বলে কি তাই নারকেলের নাড়ু, মুড়ির মোয়া এসব বানাবেন না। বাসায় যে অতিথি আসুক যে খাবারই দেন না কেন, নাড়ু পাতে না পড়া পর্যন্ত যেন মন ভরে না। আর পুজো শেষে বক্স ভর্তি নাড়ু-মোয়া নিয়ে অফিসে হাজির হবেন বলে কতজন বসে থাকে! কারণ সব বাসায় এসব বানানোর চল নেই। চল না থাকলে কী হবে, যতটা... বিস্তারিত