নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা হাতে ফিরিয়ে এনেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সংক্রান্ত সব ধরনের বিধিবিধান বাতিল ঘোষণা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনের মুলতবি কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আগামী নির্বাচনে ‘না’ ভোটের বিধানও ফিরিয়ে আনা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে অনান্য কমিশনার এবং ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সাংবাদিকরা ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না।
পাশাপাশি ভোট গণননার সময়ও উপস্থিত থাকতে পারবেন তারা। তবে গণনার সময় বের হতে পারবেন না।
বিস্তারিত আসছে...