কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

৭৪তম মিস ইউনিভার্সের মহামঞ্চে আলোর ঝলকানি জ্বলার আগেই নেমে এল তুমুল ঝড়। জমকালো আয়োজনের পর্দা উঠার আগ মুহূর্তেই হঠাৎই প্রকাশ্যে এলো বিতর্কের ঝড়। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে পরপর দুই সদস্যের পদত্যাগে রীতিমতো প্রশ্নবিদ্ধ করেছে প্রতিযোগিতা। প্রতিযোগীদের মধ্যে থেকে একজন সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় ভয়াবহ কারচুপির কথা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এমন নজিরবিহীন অস্থিরতা যেন অনুষ্ঠানের আগে থেকেই প্রশ্ন তুলছে তার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে। জানা যায়, আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন। হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ
৭৪তম মিস ইউনিভার্সের মহামঞ্চে আলোর ঝলকানি জ্বলার আগেই নেমে এল তুমুল ঝড়। জমকালো আয়োজনের পর্দা উঠার আগ মুহূর্তেই হঠাৎই প্রকাশ্যে এলো বিতর্কের ঝড়। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে পরপর দুই সদস্যের পদত্যাগে রীতিমতো প্রশ্নবিদ্ধ করেছে প্রতিযোগিতা। প্রতিযোগীদের মধ্যে থেকে একজন সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় ভয়াবহ কারচুপির কথা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এমন নজিরবিহীন অস্থিরতা যেন অনুষ্ঠানের আগে থেকেই প্রশ্ন তুলছে তার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে। জানা যায়, আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন। হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান। এছাড়া জানা যায়, এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। আজ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে ভোট গ্রহণের সময়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow