এইচবিও ‘হ্যারি পটার’ টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল ২০২৩ সালে। ‘হ্যারি পটার’-এর বই অবলম্বনে পূর্ণাঙ্গ একটি সিরিজ আসতে চলেছে, এ খবরে দারুণ খুশি ছিলেন ‘পটারহেড’রা। এরপর কেটে গেছে দুই বছরের বেশি সময়। অনেকটা সময় কেটে যাওয়ার পর সবাই প্রায় হতাশই হয়ে পড়েছিলেন এই ভেবে যে, আদৌ আসবে কিনা নতুন কিস্তি। অবশেষে এলো স্বস্তির খবর।
এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে কে... বিস্তারিত