কারাগারে অপরাধীদের জন্য ভাড়া করা হলো ৪০০ সেল

2 months ago 26

কারাগারে দাগী অপরাধীদের জন্য ভাড়া করা হয়েছে কয়েকশ সেল। শুনতে অবাক লাগলেও ইউরোপের একটি দেশে এমন ঘটনা ঘটেছে। নিজেদের কারাগারে চাপ কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেন সরকার জানিয়েছে, দেশের অতিরিক্ত ভিড়যুক্ত কারাগারের চাপ কমাতে এস্তোনিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুসারে দেশটির একটি কারাগারে ৬০০ জন পর্যন্ত অপরাধীকে সাজা ভোগের জন্য পাঠানো যাবে। 

চুক্তি অনুসারে, আগামী বছরের জুলাই থেকে, সুইডেন ১৮ বছরের বেশি বয়সী পুরুষ অপরাধীদের এস্তোনিয়ার তারতু শহরের একটি কারাগারে পাঠাতে পারবে। খুন থেকে যৌন অপরাধের মতো অপরাধে দোষী সাব্যস্তদের এ কারাগারে পাঠানো হবে। এই চুক্তির জন্য উভয় দেশের সংসদের অনুমোদন প্রয়োজন।

সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার সাংবাদিকদের বলেন, পুরো কারাগারটি সুইডেনের নিষ্পত্তির জন্য রাখা হবে। সুইডেনের কারাগার ব্যবস্থা বর্তমানে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সম্প্রসারণের পরিকল্পনা প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বন্দির জন্য সুইডেন প্রতি মাসে ৮ হাজার ৫০০ ইউরো (৯ হাজার ৬৮০ মার্কিন ডলার) প্রদান করবে। যেখানে সুইডেনে গড়ে প্রতি মাসে ১১ হাজার ৫০০ ইউরো ব্যয় করতে হয়। এ হিসাবে নিজের দেশের তুলনায় এটি বেশ সাশ্রয়ী। 

রয়টার্স জানিয়েছে, গত এক দশকে গ্যাং-সম্পর্কিত সহিংসতার কারণে সুইডেনে কঠোর আইন ও সাজার মেয়াদ বৃদ্ধি পাওয়ায় কারাগারের বন্দী সংখ্যা বেড়েছে। মে মাসে সুইডিশ কারাগার ও প্রোবেশন সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রায় ৭ হাজার ৩০০ বন্দীকে ৫ হাজার ২৩৫টি সেলে রাখা হয়েছিল।

কারাগার সার্ভিসের অনুমান, আগামী ১০ বছরে সুইডেনে ৩০ হাজার মানুষ কারাগারে থাকতে পারে।

এর আগে বেলজিয়াম ও নরওয়ে নেদারল্যান্ডসে কারাগারের স্থান ভাড়া করেছে। ডেনমার্কের কসোভোর সঙ্গে একটি চুক্তি রয়েছে, যা ড্যানিশ মানবাধিকার বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।
 

Read Entire Article