কারাগারে অসুস্থ বগুড়ার সাবেক এমপি, হাসপাতালে ভর্তি

2 weeks ago 19

বগুড়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর, এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তির পরামর্শ দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসার জন্য পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন রিপু। তার হার্টের দুটি রক্তনালীতে ২৫ শতাংশ ও ৩০ শতাংশ ব্লক ছিল। তিনি আগে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছেন। এছাড়া তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে।

১৯ ডিসেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে র‍্যাব। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৪ আগস্ট থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে ছিলেন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।

এলবি/জেডএইচ/

Read Entire Article