কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তার আইনজীবী জানিয়েছেন, আইনবিষয়ক বই পড়তে চেয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি পাঁচটি বই চেয়েছেন।
সোমবার (২৬ মে) জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন।
এদিন সকাল ৯টার দিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয় পলককে। পরে সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার বুকে বুলেটপ্রুভ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাত পিছনে নিয়ে হাতকড়া পরানো ছিল।
আরও পড়ুন
আদালতের কাঠগড়ার ৩৩ মিনিট ছিলেন পলক। পুরোটা সময়ই তিনি ছিলেন বিমর্ষ। অন্যান্য দিন আদালতে বিভিন্ন অঙ্গভঙ্গি বা সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এদিন নিশ্চুপ ছিলেন তিনি।
আদালতে পলক তার আইনজীবীর নিকট ‘ফৌজদারি কার্যবিধি’, ‘দেওয়ানি কার্যবিধি’, ‘দণ্ডবিধি’, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন’ এবং ‘জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক’- এই পাঁচটি বই চান।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, জুনাইদ আহমেদ পলক এখন আইনের বই পড়ছেন। তিনি পেশায় আইনজীবী। সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন।
এমআইএন/ইএ/এমএস