কারাগারে কোমরের ব্যথায় ভুগছেন পলক

2 months ago 6

কারাগারে কোমরের ব্যথায় ভুগছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৫ জুন) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এ বিষয়ে তিনি বলেন, রিমান্ডে থাকার সময় জুনাইদ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়ছিলেন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তিনি কোমরের ব্যথায় ভুগছেন। জেলখানায় থেরাপির ব্যবস্থা নেই। বাইরের কোনো হাসপাতাল থেকে থেরাপির ব্যবস্থা করতে হবে।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি হাতিরঝিল থানার রমজান মিয়া হত্যা মামলায় পলক ও হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর এ আদেশ দেন। এর আগে তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক পূর্ণ চিছাম।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এ সময় এক সাংবাদিক বলেন, ‘পলক ভাই, সামনে তো নির্বাচন। জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন?’ উত্তরে নিচু স্বরে পলক বলেন, ‘আমিতো কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ।’

এ সময় সেই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে পলক জানান, কারাগারে বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছেন তিনি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতার মিছিল বের হয়। মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশ নেন। এদিন সকাল ১০টার সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বুকে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হসপিটালে এ নিয়ে গেলে হাসপাতালের ডাক্তার ভুক্তভোগীর প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে মুগদা মেডিকেলে যাওয়ার পথে সেদিন দুপুর ১২টার দিকে রমজান মিয়া পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া গত ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমআইএন/এমআরএম/এএসএম

Read Entire Article