কারাগারে ছাত্র আন্দোলনে হামলার আসামির মৃত্যু

23 hours ago 5

কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি তিনি। এ মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

কিশোরগঞ্জের জেল সুপার রীতেশ চাকমা কালবেলাকে জানান, বুধবার রাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাজতি আসামি সুজিত দে’কে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটে সুজিত দে মারা যান।

Read Entire Article