কারাদণ্ড দেওয়ার কিছুক্ষণ পর আপিলের শর্তে আইনজীবীর জামিন

2 months ago 6

বিচারক ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দকে আপিলের শর্তে জামিন দিয়েছেন আদালত। জামিন দেওয়ার কিছুক্ষণ আগে তাকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ দণ্ড দেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী সাতদিনের মধ্যে আপিলের শর্তে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, এদিন বেলা সাড়ে ১১টায় এজলাসে ওঠেন বিচারক মিনহাজুর রহমান। শুনানি চলাকালে পেছন থেকে উঠে এসে হট্টগোল শুরু করেন ওই আইনজীবী। বিচারককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমার মতো বেয়াদব ম্যাজিস্ট্রেট আমি দেখিনি। এ ঘটনায় আদালতে শুরু হয় হট্টগোল। একপর্যায়ে বিচারকাজ বন্ধ করে দেন বিচারক।

এমআইএন/এমএএইচ/জিকেএস

Read Entire Article