কারামুক্ত হয়েছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে জেল থেকে মুক্তি পান তিনি। এক ফেসবুক পোস্টে মঞ্জু নিজেই তার মুক্তির বিষয়টি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে মঞ্জু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্! এইমাত্র আমার মোবাইল ফোন সেটটা হাতে পেলাম। যেই ডিবি অফিসে উৎকণ্ঠিত ৭/৮ দিন রিমান্ডের নামে এক মানসিক যন্ত্রণাময় সময় কেটেছে, সেই ডিবি অফিসে আজ কাকপক্ষীও নেই, যে আমার মোবাইল সেটটা কেউ ফেরৎ দেবে। যাই হোক আমি সৌভাগ্যবান একজন সাহসী ডিবি’র কর্মী এসে অনেক খুঁজে আমার ফোনটা ফেরৎ দিয়ে গেল। গতকাল জেল থেকে আমার মুক্তি পেতে গভীর রাত হয়ে গিয়েছিল। কারণ কালকের জেল বিদ্রোহ পরবর্তী পরিস্থিতির স্বীকার হতে হয়েছিল আমাকে। আল্লাহ্ তায়ালার অশেষ শুকরিয়া। আমরা নতুন করে দেশের স্বাধীনতা অর্জনের একটা সুযোগ পেয়েছি। যারা দোয়া করেছেন এবং সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুত দেশের পরিস্থিতি বদলে যায়। মুক্তি দেওয়া শুরু হয় আটক সব রাজনৈতিক নেতা-কর্মীদের। গত ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে।
এসএইচএস/জেআইএম