কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি : শেখ বাবলু

1 month ago 14

ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ভারতকে লাল কার্ড দেখিয়ে বলেন, আজ থেকে আমরা ভারতীয় সব পণ্য বর্জন করলাম। বাংলাদেশের বন্ধু হিসেবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বিজয়ের মাসে যখন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেন, তখন আপনাদের বন্ধু ভাবতে কষ্ট হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। সেখানেও বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি। ভবিষ্যতেও দেশের সম্মানের স্বার্থে আমরা যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি। মনে রাখবেন, কারও দয়ার দানে আমাদের বিজয় আসেনি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবে ভুলূণ্ঠিত হতে দেব না। তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন- এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, ভাসানী অনুসারী কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুবনেতা এমএ আজিজ, ছাত্রনেতা মোশারফ হোসেন, আহসান হাবিব প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Read Entire Article