কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

3 months ago 45

এডেন উপসাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় জাহাজের এক নাবিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী।

মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি্ বাল্ক কার্গো জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা এমন হামলা চালাচ্ছে।

তাদের এই হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও এতে হতাহতের ঘটনা নেই বললেই চলে।

আরও পড়ুন>

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনীয় মালিকানাধীন পালাউয়ান পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আগুন ধরে যায়।

পরে মার্কিন যুদ্ধজাহাজের একটি এয়ারক্রাফট দিয়ে আহত এক নাবিককে উদ্ধার করা হয়।

হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে এমন হামলা চালানো হচ্ছে।

বর্তমানে ইয়েমেনে শক্তিশালী অবস্থানে থাকা হুথি বিদ্রোহীরা এডেন ও লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ।

সূত্র: এএফপি

এমএসএম

 

Read Entire Article