কার্গো ভিলেজে আগুন: পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি তারেক রহমানের

7 hours ago 6

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমার চিন্তা ও প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদে আছেন।

তিনি অগ্নিনির্বাপণকর্মী, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীদের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করে লেখেন, তারা সাহসিকতা ও দ্রুততার সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন- যা পাবলিক সার্ভিসে তাদের প্রকৃত নিষ্ঠার প্রতিফলন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, এই অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনাবলী বৃদ্ধি নিয়েও তিনি তার উদ্বেগের কথা জানান। তিনি লেখেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনাবলীর উদ্বেগজনক বৃদ্ধি দেখা যাচ্ছে- চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডও তারই উদাহরণ।

কেএইচ/এএমএ/জেআইএম

Read Entire Article