জানুয়ারির প্রথম দশক শেষে সারাদেশে শীত কমেছে। বছরের শীতলতম মাস অনুযায়ী শীতের ভাব কম। গত চারদিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ শুধু এক জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল তাপমাত্রা। এছাড়া সারাদেশে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির ওপরে।
এই অবস্থার মাঝে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ নাজমুল হক জাগো নিউজকে বলেন, কাল থেকে তাপমাত্রা কিছুটা কমবে। গত কয়েকদিনের চেয়ে শীত কিছুটা বেশি থাকতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই।
আবার কবে থেকে ভারী শীত পড়তে পারে এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ১৮ থেকে ১৯ তারিখের পর ভারী শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগ পর্যন্ত শীত কিছুটা কম থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। অন্যদিকে দেশের বাকি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমআরএম/জেআইএম