কাল রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া

1 hour ago 3

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর শোকে স্তব্ধ পুরো রাজ্য তথা উত্তর-পূর্ব ভারত। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট ছাড়াই ডুবে গিয়ে প্রাণ হারান তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো আসামের সংগীত–সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়।

আসাম সরকার ইতোমধ্যেই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শেষকৃত্যের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে কামারকুচি (সোনাপুর সাব-ডিভিশন)। এ উপলক্ষে প্রায় ১০ বিঘা জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার, যেখানে পরবর্তীতে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে মরদেহ রাখা হবে গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর শবযাত্রা নিয়ে যাওয়া হবে কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় জুবিন গার্গের সংগীতে অবদানের প্রশংসা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এ কিংবদন্তি শিল্পীকে।

Read Entire Article