কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

5 months ago 118

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ মে) সকালে এই কর্মসূচি পালন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ডাসার উপজেলায় হয়ে আসছে। এদিকে ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসার। নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র না থাকায় সময় অপচয়, অতিরিক্ত অর্থ ব্যয়সহ নানা ভোগান্তিতে পড়তে হয় কালকিনি উপজেলার শিক্ষার্থীদের। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১০ দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

এসময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাদের দাবি মেনে না দিলে আগামীতে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সামি, রাতুল, সিমা, মাহমুদাসহ একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের উপজেলায় পরীক্ষা কেন্দ্র না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা কিছুতেই অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেবো না।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

Read Entire Article