কালকিনিতে তিন খুন: ইউপি চেয়ারম্যানকে আসামি করে দুই মামলা

3 weeks ago 15

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে তিন খুনের ঘটনার তিনদিন পর কালকিনি থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। অপর মামলাটি করেছেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।

গ্রেফতাররা হলেন- কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার, স্থানীয় কোন্দল ও আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজুল ইসলাম চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ডের মেম্বার আক্তার শিকদারের মধ্যে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হন বলে নিহতের পরিবারের দাবি।

এই ঘটনায় নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমন, তার ভাই রাজন বেপারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।

এছাড়া আরও একটি মামলা করেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। এই মামলাতেও বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে আসামি করে ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তিন খুনের ঘটনার দুটি মামলা হয়েছে। এছাড়াও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

Read Entire Article