কালকের কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে: আশা রিজভীর

2 months ago 7

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে প্রত্যাশা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে সব রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি রয়েছে, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে প্রত্যাশা করছি। এ কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে, এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিতদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন। সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। তিনি আগামীকালের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

এসময় শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/এমএস

Read Entire Article