কালবেলার ফটোকার্ড এডিট করে ভুয়া তথ্য প্রচার

2 hours ago 4

দৈনিক কালবেলার ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে মো. সোহাগ ও বাবু নামে দুই যুবকের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘সোহাগ ও বাবু গেন্ডারিয়া এলাকার মাদক ব্যবসায়ী।’ পোস্টটিতে আরও বলা গত ৩১ জানুয়ারি দৈনিক কালবেলা এসব তথ্য দিয়ে একটি নিউজও প্রকাশ করেছে। 

ভুয়া তথ্য সংবলিত ওই ফটোকার্ড ইতোমধ্যে কালবেলার নজরে এসেছে। ওই কার্ডটি কালবেলার নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হুবহু কালবেলার ফটোকার্ডের মতো দেখতে একটি ফটোকার্ড তৈরি করা হয়েছে। সেখানে মনগড়া তথ্য উপস্থাপন করে কালবেলার নামজুড়ে দেওয়া হয়েছে এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।  

জানা গেছে, ভুক্তভোগী ঘটনাটি নিয়ে ইতোমধ্যে শ্যামপুর থানায় একটি জিডি করেছেন।

Read Entire Article