কালবেলায় সংবাদ প্রকাশ, মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল

2 months ago 6

কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশের ৯ দিন পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল করা হয়েছে। 

বুধবার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিত ঘোষণা করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। 

এর আগে ১৯ মে কালবেলায় ‘সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আ.লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের ওই কমিটির সভাপতি করা হয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক তালুকদারকে। যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আমলা আলোচিত সমালোচিত মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের নিকটাত্মীয়। এছাড়াও অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহসভাপতিসহ ২১ সদস্যের ১৮ জনই আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ ওঠে। তবে কমিটি অনুমোদনের পরদিনই কার্যক্রম স্থগিত করা হয় বলে দাবি করেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর আজ বুধবার কমিটি বাতিলের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান দুলাল বলেন, কিছু গণমাধ্যমে কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে আওয়ামী লীগ নেতাদের পদ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাদের মধ্যে কোনো অর্থের লোভ লালসা ছিল না, তারা অর্থের কাছে বিক্রি হতে পারে না।

তিনি বলেন, মূলত গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কামারখন্দ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু অনুমোদনের পর আমরা জানতে পারি যে, কমিটির কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয়, তাই আমরা পরের দিন ২১ এপ্রিল, ২০২৫ তারিখে কমিটির কার্যক্রম স্থগিত করি।

একমাস পর ২০ মে গণমাধ্যমে আর্থিক লেনদেনের এই ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা বিব্রত হয়েছি। ওই সংবাদে কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান মুক্তিযোদ্ধারা টাকার বিনিময়ে কমিটি অনুমোদন দিয়েছে বলে যে, বিবৃতি দিয়েছে তা কোন ভিত্তিতে দিলো সেটা আমরা বুঝতে পারছি না। 

তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কামারখন্দ উপজেলা শাখার কিছুসংখ্যক মুক্তিযোদ্ধা যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয় সেহেতু উক্ত কমিটি আজ ২৮ মে বাতিল করা হলো।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, আলাউদ্দিন, আবু তাহের ও সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস ছালাম।

Read Entire Article