মরহুম অধ্যাপক ইউসুফ আলী, আ.ন.ম নাজাতুল্লাহ ও প্রয়াত কবি আসাদ বিন হাফিজের স্মরণে গাজীপুরের কালীগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির নায়েবে আমির মো. খায়রুল হাসান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন মরহুম অধ্যাপক ইউসুফ আলীর ছেলে নেছার উদ্দিন। এ সময় গাজীপুর ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ ও ফিলিস্তিনের শহীদদের জন্য উৎসর্গ করা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গীতিকার, সুরকার ও শিল্পী এবং বাংলাদেশ সংগীত কেন্দ্রের সভাপতি মো. তোফাজ্জল হোসাইন খান, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এবং সাইমুম শিল্পীগোষ্ঠী সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, গাজীপুর রঙ্গন সাংস্কৃতিক সংসদ ও কালীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
আব্দুর রহমান আরমান/এমআরএম/এমএস