কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার বাহাদুরসাদী এলাকায় অভিযান চালিয়ে এই সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিকুল ইসলাম (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মো. আফাজ উদ্দিনের ছেলে। আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা লিমা। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাহাদুরসাদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আশিকুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মোবাইল কোর্ট মামলা নং ১৫/২৬ এর মাধ্যমে এই রায় প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট *জাকিয়া সুলতানা লিমা* সাংবাদিকদের বলেন, “মাদক সমাজের একটি ব্যাধি। মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার বাহাদুরসাদী এলাকায় অভিযান চালিয়ে এই সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিকুল ইসলাম (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মো. আফাজ উদ্দিনের ছেলে। আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা লিমা।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাহাদুরসাদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আশিকুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মোবাইল কোর্ট মামলা নং ১৫/২৬ এর মাধ্যমে এই রায় প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট *জাকিয়া সুলতানা লিমা* সাংবাদিকদের বলেন, “মাদক সমাজের একটি ব্যাধি। মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজকের অভিযানটি নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। আমরা অভিযুক্তকে হাতেনাতে আটক করে যথাযথ আইনি প্রক্রিয়ায় সাজা দিয়েছি।”

তিনি আরও বলেন, “কালীগঞ্জকে মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রভাবমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এলাকার সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার অনুরোধ করছি। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”

সাজা প্রদানের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলেই দণ্ডপ্রাপ্ত মো. আশিকুল ইসলামকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর জন্য পুলিশি হেফাজতে সোপর্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থানে এলাকায় জনমনে স্বস্তি প্রকাশ পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow