কালো রঙের ডিম পাড়ছে হাঁস

2 weeks ago 9

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালো রঙের ডিম দিচ্ছে একটি পাতিহাঁস। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে জেনেটিক সমস্যার কারণে হাঁসটি কালো রঙের ডিম দিচ্ছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অফিদপ্তরের কর্মকর্তা।

এমনই ব্যতিক্রম ঘটনা ঘটেছে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাসুম মিয়া ও শিউলি দম্পতির বাড়িতে।

মাসুম মিয়া জানান, প্রায় ছয় মাস আগে বাজার থেকে তিন জোড়া দেশি জাতের পাতিহাঁস কিনে আনেন। কয়েকদিন ধরে হাঁসগুলো ডিম দিচ্ছে। তবে গত ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পান সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

কালো রঙের ডিম পাড়ছে হাঁস

স্থানীয় বাসিন্দা নুর আমিন বলেন, হাঁসের ডিমের রং সাদা। কখনো কালো ডিম দেখিনি। খবর শুনে দেখতে এসেছি।

কালো রঙের ডিম পাড়ছে হাঁস

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে। এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই।

কালো রঙের ডিম পাড়ছে হাঁস

এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গেছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

Read Entire Article