পার্বত্য জেলা রাঙামাটি প্রাকৃতিক রূপ-বৈচিত্রে ভরপুর। চারদিক সুউচ্চ পাহাড় এবং পাহাড় ঘিরে নীলাভ জলের সুবিশাল কাপ্তাই হ্রদ মিলে-মিশে একাকার। এমন প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু যে কোন পর্যটকদের মনকে পুলকিত করে। এমন চোখ জুড়ানো, মন ভোলানো রূপে বিমুগ্ধ হতে বার বার ছুটে আসেন পর্যটকরা।
এমন রূপের কারণে সরকার আশির দশকে পার্বত্য এ জেলাকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে এ জেলার সুনাম ছড়িয়ে পড়ে... বিস্তারিত