মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।
রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন হয়।
এসময় ইপিজেড ব্যবসায়ী মো. নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন।
বক্তারা আরও বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদেরকে চাকুরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আবু হোসাইন সুমন/এমএন/জিকেএস