কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে এক গৃহকর্মী ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।  ভুক্তভোগী গৃহকর্মী থানায় একটি এফআইআরে অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সুলেমান কাদিরের বাড়িতে কাজ করতেন। সুলেমান তাকে জোরপূর্বক নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হবে। আইন অনুযায়ী অভিযুক্ত সুলেমান কাদিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুলেমান কাদির ৪১ বছর বয়সী। তিনি ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তার বাবা আবদুল কাদির পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ছিলেন। তিনি ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংকে নতুনভাবে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা গেছেন।  

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে এক গৃহকর্মী ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

ভুক্তভোগী গৃহকর্মী থানায় একটি এফআইআরে অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সুলেমান কাদিরের বাড়িতে কাজ করতেন। সুলেমান তাকে জোরপূর্বক নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হবে।

আইন অনুযায়ী অভিযুক্ত সুলেমান কাদিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুলেমান কাদির ৪১ বছর বয়সী। তিনি ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

তার বাবা আবদুল কাদির পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ছিলেন। তিনি ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংকে নতুনভাবে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা গেছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow