কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

7 hours ago 3
দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে রাখা বসুন্ধরা কিংস তাদের নতুন কোচের নাম প্রকাশ করেছে। ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ। কোচ হিসেবে বেশ অভিজ্ঞ এই আর্জেন্টাইন।  খেলোয়াড়ি জীবনে বসুন্ধরা কিংসের নতুন এই কোচ ছিলেন ডিফেন্ডার। ১৯৮২ ও ১৯৮৪ সালে আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে শিরোপা জেতেন তিনি।  রবার্তো কার্লোস ১৯৯৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। স্পেনে মায়োর্কার ডাগআউটে ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়ার সহকারী হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।  গায়িজকা মেন্দিয়েতা, পাবলো আইমার, ক্লদিও লোপেজ, স্যামুয়েল ইতো, সান্তিয়াগো কানিজারেসদের মতো তারকা ফুটবলারদের কোচিং করিয়েছেন গোমেজ। পরে ২০০১ সালে কুপারের সঙ্গেই যোগ দেন ইতালির জায়ান্ট ইন্টার মিলানে। সেখানে কাজ করার অভিজ্ঞতা হয় রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরি, হার্নান ক্রেসপো, জাভিয়ের জানেত্তিদের মতো বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে। এবার কিউবা মিচেল-তপু বমর্ণদের ‘গুরু’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখ্য, ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে বসুন্ধরা কিংসের মৌখিক সমঝোতা হলেও শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে আসেননি। 
Read Entire Article