‘কিছু বিষয় আছে যার ওপর আমার হাত নেই’

2 weeks ago 19

জুনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। এরই মধ্যে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এই দুই ম্যাচের প্রস্তুতিতে।

৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায়। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটিতে বাংলাদেশ ভালো করতে পরেনি বাংলাদেশ।

কুয়েতে প্রথম ম্যাচে ৫-০ গোলে হারের পর ঢাকায় দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছে। জুনের উইন্ডোর আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাবেন না কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে ২৯ মে। খেলোয়াড়দের দুই-একদিন বিশ্রাম দিয়ে অনুশীলন শুরু করবেন ক্যাবরেরা।

তিনি বলেন, ‘এবার আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫টি অনুশীলন সেশন করব আমরা। বিশেষ কিছু করার সুযোগ নেই। লিগ শেষ হওয়ার পর বিশ্রাম নিয়ে খেলোয়াড়েরা ১ জুন রিপোর্ট করবে, ২ জুন থেকে ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খেলে আমরা কাতারে যাবো। সেখানে কয়েকটি ট্রেনিং সেশন হবে। সময়ের অভাবে এ দুটি ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা কোনো ধরনের প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ নেই।’

এবারের উইন্ডো এমন সময়, যখন নতুন মৌসুমের দলবদল চলবে। বাংলাদেশের ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ আছে-তারা দলবদল সামনে রেখে পা বাঁচিয়ে খেলেন। এ প্রসঙ্গে ক্যাবরেরা বলেছেন, ‘কিছু বিষয় আছে যার ওপর আমার হাত নেই। তবে তারা পেশাদার ফুটবলার। জাতীয় দলের ওপর তাদের কমিটমেন্ট আছে।’

চলতি মৌসুমে কিছু নতুন খেলোয়াড় উঠে এসেছেন। জুনের উইন্ডোর জন্য কিছু নতুন খেলোয়াড় তার ক্যাম্পে ডাকবেন বলেই আভাস দিয়েছেন ক্যাবরেরা, ‘নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে দলগুলোর আরও ৫টি করে ম্যাচ বাকি। নতুনদের দেখার আরো সুযোগ আছে আমার। মার্চের ক্যাম্পে কয়েকজন নতুন প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তাদেরও দেখব। সামনে লিগের ম্যাচ আছে, ফেডারেশন কাপ আছে। দেখা যাক বিশেষ কোনো পারফরম্যান্স মেলে কি না।’

মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে ক্যাবরেরার মূল্যায়ন, ‘আমরা প্রথম ম্যাচে আগ্রাসী ফুটবল খেলা শুরু করেছিলাম। খুব দ্রুতই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম ম্যাচটিতে। ফিলিস্তিন অনেক ভালো দল। শক্তিশালী দল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, শেষ মুহূর্তের গোলে হেরেছি। আমার দৃষ্টিতে হারলেও দল উন্নতি করছে, আমি ইতিবাচক।’

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article