রাজধানীর আদাবর এলাকার মাউরা গ্রুপের প্রধান ও কিশোর গ্যাং নেতা মো. সোহেল ওরফে মাউরা সোহেলকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি সামুরাই, একটি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্য জানান।
খান আসিফ তপু বলেন, রাজধানীর আদাবর এলাকার মাউরা গ্রুপের প্রধান ও কিশোর গ্যাং লিডার মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ও তার সহযোগী মো. আলাল হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-২।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে আদাবর থানা এলাকায় ৮ থেকে ১০ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-২। আভিযানে মো. সোহেল ওরফে মাউরা সোহেল ও মো. আলাল হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, মাউরা সোহেল মাউরা গ্রুপের প্রধান, তাদের সদস্য সংখ্যা ২০ থেকে ২৫ জন। তিনি আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন। তার নেতৃত্বে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে।
গ্রেফতার আসামিদের কাছ থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী সময়ে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এছাড়া গ্রেফতার আসামিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/কেএসআর/এএসএম