কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

1 month ago 27

ওয়াজ মাহফিল থেকে সাদিক হাসান (১৭) নামের এক কিশোরকে অপহরণের পর লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে ৯৯৯ এ ফোন পেয়ে অপহৃত কিশোরকে উদ্ধার এবং অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে। এজাহার নামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ৬-৭ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- শাবরুল হাটখোলা পাড়ার জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ বাপ্পি হাসান (২০), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) এবং জালাল উদ্দিনের ছেলে ফয়সাল
ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, শাবরুল বাগিনাপাড়া গ্রামের ফজলু শাহের ছেলে সাদিক হাসান শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে পার্শ্ববর্তী কুন্দদেছমা গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যায়। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সাদিক হাসানকে ওয়াজ মাহফিল থেকে অপহরণ করে শাবরুল বাজার এলাকার গোলাম নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে।

সেখানে সাদিক হাসানকে মারধর করে এবং সাগর হত্যা মামলায় জড়িত মর্মে স্বীকারোক্তি দিতে বলে। সংবাদ পেয়ে ফজলু শাহ, তার স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে ছেলেকে উদ্ধার করতে গোলামের বাড়িতে যান। সেখানে পৌঁছামাত্র তাদেরকেও মারধর করে দুর্বৃত্তরা এবং সাদিককে ছেড়ে দিতে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে ফজলু শাহ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ছেলেকে উদ্ধারের আকুতি জানায়।

এরপর শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অপহৃত সাদিক হাসানকে উদ্ধারে মাঠে নামেন। একপর্যায়ে রাত ৮টার দিকে শাবরুল এলাকার গোলামের বাড়ি থেকে সাদিক হাসানকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে সাদিক ইসলাম নামের এক অপহৃত কিশোরকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অপহৃত
সাদিক ইসলামের বাবা ফজলু শাহ বাদি হয়ে মামলা দায়ের করে এবং আটক ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক শনিবার (৭ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

Read Entire Article