কিশোরগঞ্জ বার নির্বাচনে প্যানেলই দিতে পারেননি আওয়ামীপন্থিরা

4 hours ago 8

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেলই দিতে পারেননি আওয়ামীপন্থি আইনজীবীরা। ১৪টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। সভাপতি পদসহ ৫টি পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থিদের কোনো প্যানেলই ছিল না। সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আওয়ামীপন্থি প্রার্থী শহিদুল আলম শহীদ ৪২১ ভোট পেয়ে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে টানা পঞ্চমবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রার্থী মো. মানিক ও আওয়ামীপন্থি প্রার্থী মো. আব্দুর রাশিদ ভূঞা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা ও শাহিনূর কলি। লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে এএম সাজ্জাদুল হক ও অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক।

কমিটিতে ৫টি সদস্য পদ রয়েছে। সবাই সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের মধ্যে আওয়ামীপন্থি সদস্য হলেন- কফিল উদ্দিন, সারোয়ার জাহান সানি ও সোহাগ মিয়া। জাতীয়তাবাদী প্যানেলের সদস্যরা হলেন- আবু তাহের হারুন ও আহসানুজ্জামান নাসির।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬০৬ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৫৩৭ জন।

এসকে রাসেল/এফএ/এএসএম

Read Entire Article