কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় কিশোরগঞ্জ ও নেত্রকোণা এই দুই জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, নেত্রকোণা জেলার বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান।পিআইবি'র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবে

কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় কিশোরগঞ্জ ও নেত্রকোণা এই দুই জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, নেত্রকোণা জেলার বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান।

পিআইবি'র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন।

এছাড়া পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসএ টিভি'র নিউজ অ্যান্ড প্ল্যানিং এডিটর সালাহউদ্দীন আহমাদ বাবলু। প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিং বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow