কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

4 months ago 59

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। দুজনই হাওর ও বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে অষ্টগ্রাম উপজেলার দেওঘর এবং বাজিতপুর উপজেলার হিলচিয়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর এলাকার জামাল মিয়ার ছেলে আসাদুল হক (৪৫)। অন্যজন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত ইসাক মিয়ার ছেলে আব্দুল কাদের (৫৫)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর এলাকার আসাদুল হক হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার দুই ঘণ্টা পর আত্মীয়-স্বজন তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিন দুপুর দেড়টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে বালিগাঁও এলাকার নিতার বিলে মাছ ধরতে যান আব্দুল কাদের। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসকে রাসেল/কেএসআর

Read Entire Article