বিজয় দিবসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে ঝটিকা মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক ভিপি হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও মোনায়েম চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সভাপতি সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন স্লোগান দিয়ে মির্জাপুর বাজারে একটি মিছিল বের করে। এর কিছুক্ষণ পরেই স্থান ত্যাগ করেন তারা।
এসকে রাসেল/এসআর/এমএস